সোমবার, ২৩ মে, ২০১৬

ছবি

দূরে গেলেও আমায় তুমি
ভুলিওনা ছবি,
তোমার কথা ভাবতে ভাবতে
হয়ে যাব কবি।

একদিন হয়তো যেতে হবে
তোমাকে ছেড়ে দূরে,
তোমার কান্না শুনতে পেলে
আসব আমি ফিরে।
তুমি ভাবিও না ভুলে যাব
চলে গেলে দূরে,
যতই পর ভাবনা কেন
থাকব আমি হৃদয় জুড়ে।
০৫/০১/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: