সোমবার, ২৩ মে, ২০১৬

সুমনা

সুমনা!  তুমিতো আমায় ভুলে গেছ?
ভুলার তো কথাই!
কারণ আমার চেয়ে যে
ভাল একটা বর পেয়েছ তুমি।
তোমারতো সবই ছিল রূপ-যৌবন-রস

কিন্তু আমার তো ছিল না এর কিছুই।
তুমি পেয়েছ আজ স্মার্ট স্বামী
ধুকে ধুকে মরছি একলা আমি।
সুমনা তোমার প্রতি একটি প্রশ্ন আমার
তুমি সত্যি কি সুখী হতে পেরেছ?
বল, চুপ করে আছ কেন?
তুমি জান না তোমার নীরবতা
আমাকে কাঁদায়।
সুমনা তুমি সুখী হলেই আমি সুখী
আজও তোমায় ভালোবাসি, ভালোবাসি।
৩০/১০/২০০৩ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: