শনিবার, ৩১ মে, ২০১৪

সোনালি দিন



সেদিন গিয়েছিলাম গ্রামের বাড়ি
এখনও গাছগুলো দাঁড়িয়ে আছে সারি সারি

সবুজে ঢাকা গ্রামখানি ছবির মতো লাগে
গ্রামে গেলেই মায়ের কথা মনে হয় আগে

মায়ের রান্না ভুলতে কি আর পারি
মায়ের কথা মনে হলে ঝরে নয়ন-বারি

পাড়ার ছেলেমেয়ের সাথে খেলেছি কতো খেলা
সেই সোনালি দিনগুলো কি যায় সহজে ভোলা।
১৫/০৫/২০১৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: