সোমবার, ২৩ মে, ২০১৬

ইটিভি

ইটিভি তুমি এসেছ
সবার ঘরে ঘরে,
তোমার জন্য কেউ
থাকতে পারে না ঘরে।

ছাত্ররা বই রেখে
ঘুমকে হারাম করে,
চলছে তোমার কাছে
রিমোটটা হাতে ধরে।
তোমার অনুষ্ঠান দেখে
সবার মন ভরে,
তোমার জন্য পাগল
সমস্ত দেশ জুড়ে।
০১/০৭/২০০০ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: