যখন আমি পেয়েছি তোমার ভালবাসা,
তখন পূর্ণ হলো আমার সকল আশা।
যখন তোমার মুখের দিকে তাকাই আমি,
তখন আমার হৃদয় দুয়ারে আসো তুমি।
যখন দেখি ঐ কালো নয়ন দু’টি তোমার,
তখন তোমাকে পাবার আশা জাগে আমার।
যখন দেখি তোমার মুখখানা মলিন,
তখন আমার হৃদয় হয়ে যায় হীন।
যখন দেখি আমি তোমার কালো কেশ,
তখন থাকে না আমার কোন হুঁশ।
যখন দেখি তোমার হাসি মাখা মিষ্টি মুখ,
তখন মনে হয় পেয়েছি যেন, স্বর্গের সুখ।
যখন তোমার দৃষ্টি পড়ে এই অধমের দিকে,
তখন মনে হয় আছ মোর পাশে সুখে দুখে।
২৮/১০/১৯৯৯ খ্রিষ্টাব্দ
তখন পূর্ণ হলো আমার সকল আশা।
যখন তোমার মুখের দিকে তাকাই আমি,
তখন আমার হৃদয় দুয়ারে আসো তুমি।
যখন দেখি ঐ কালো নয়ন দু’টি তোমার,
তখন তোমাকে পাবার আশা জাগে আমার।
যখন দেখি তোমার মুখখানা মলিন,
তখন আমার হৃদয় হয়ে যায় হীন।
যখন দেখি আমি তোমার কালো কেশ,
তখন থাকে না আমার কোন হুঁশ।
যখন দেখি তোমার হাসি মাখা মিষ্টি মুখ,
তখন মনে হয় পেয়েছি যেন, স্বর্গের সুখ।
যখন তোমার দৃষ্টি পড়ে এই অধমের দিকে,
তখন মনে হয় আছ মোর পাশে সুখে দুখে।
২৮/১০/১৯৯৯ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন