প্রতিদিন আমি আসি স্টেশনে,
খুঁজি তোমাকে মনে মনে।
তোমার অপেক্ষায় বসে থাকি ততক্ষণ,
তোমার দেখা না পায় যতক্ষণ।
তোমার সাক্ষাৎ যখন পায়,
তখন ভরে যায় মনটা আমার কানায় কানায়।
আর যখন না পায় তোমার সাক্ষাৎ,
তখন মনটা হয়ে যায় ক্ষত বিক্ষত।
আমরা দু’জন যখন করি কথোপকথন,
মনে হয় তুমি আমার আপনের আপন।
আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেই পাড়ি,
মানুষগুলো তখন পাতে শুধু আড়ি।
০৯/১০/১৯৯৯ খ্রিষ্টাব্দ
খুঁজি তোমাকে মনে মনে।
তোমার অপেক্ষায় বসে থাকি ততক্ষণ,
তোমার দেখা না পায় যতক্ষণ।
তোমার সাক্ষাৎ যখন পায়,
তখন ভরে যায় মনটা আমার কানায় কানায়।
আর যখন না পায় তোমার সাক্ষাৎ,
তখন মনটা হয়ে যায় ক্ষত বিক্ষত।
আমরা দু’জন যখন করি কথোপকথন,
মনে হয় তুমি আমার আপনের আপন।
আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেই পাড়ি,
মানুষগুলো তখন পাতে শুধু আড়ি।
০৯/১০/১৯৯৯ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন