রবিবার, ২২ মে, ২০১৬

মশা

ছোট্ট একটা প্রাণী
নাম তার মশা,
তার জ্বালায় থাকা যায় না
এক মুহূর্ত বসা।

ফাজিল মশা রক্ত খেয়ে
পায় যে বড় সুখ,
তার কাছে হেরে গিয়ে
পাই যে আমি দুঃখ।

দুষ্টু মশার কামড় খেয়ে
করি হায়! হায়!
তার কাছ থেকে রেহায় পাওয়া জন্য
যাব আমি কোথায়?
১৯/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: