বছর ঘুরে অমর একুশে ফেব্রুয়ারি
আবার এল বাঙ্গালী জাতির তরে,
তাঁদের কথা কেমনে ভুলে যাই
যাঁরা মাতৃভাষার জন্য জীবন দিল অকাতরে।
যাঁদের ত্যাগে পেলাম মোরা
বাংলা ভাষার স্বাধীনতা,
তাঁরা শহীদ গাজী হয়ে
দখল করে নিল ইতিহাসের পাতা।
তাঁদের তুলনাহীন অবদানে
তাঁরাই হলেন শ্রেষ্ঠ বীর
তাঁরাই খাঁটি দেশপ্রেমিক
উঁচু হলো তাঁদের শির।
১২/০২/২০০৪ খ্রিষ্টাব্দ
আবার এল বাঙ্গালী জাতির তরে,
তাঁদের কথা কেমনে ভুলে যাই
যাঁরা মাতৃভাষার জন্য জীবন দিল অকাতরে।
যাঁদের ত্যাগে পেলাম মোরা
বাংলা ভাষার স্বাধীনতা,
তাঁরা শহীদ গাজী হয়ে
দখল করে নিল ইতিহাসের পাতা।
তাঁদের তুলনাহীন অবদানে
তাঁরাই হলেন শ্রেষ্ঠ বীর
তাঁরাই খাঁটি দেশপ্রেমিক
উঁচু হলো তাঁদের শির।
১২/০২/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন