রবিবার, ২২ মে, ২০১৬

মৌমাছির উপদেশ

মৌমাছি ডেকে বলে,
একটু দাঁড়াও ভাই
অলস হয়ে থাকা 
এ দুনিয়া নয়।

চেয়ে দেখো আমার দিকে
কত কষ্ট করে 
মধু সংগ্রহ করছি
বেঁচে থাকার তরে।

দৃঢ় কর মোর অলসতা
কর জ্ঞানার্জন
তখন হবে সেরা
পাবে সম্মান।

আমার কথা মনে 
নাও গেঁথে আজ
নিজ কর্ম কর
নেই তাতে লাজ।
১২/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: