রবিবার, ২২ মে, ২০১৬

প্রিয় আমার

ফলের মধ্যে প্রিয় আমার
আম, জাম, কাঁঠাল ও কলা
মাছের মধ্যে প্রিয় আমার
রুই, পুটি, শিং ও মলা।

পাখির মধ্যে প্রিয় আমার
বাবুই, টিয়া, ময়না ও কোকিল
ফুলের মধ্যে প্রিয় আমার
জুঁই, চামেলী, জবা ও বকুল।

গাছের মধ্যে প্রিয় আমার
সেগুন, গর্জন, মেহগনি ও জারুল
পশুর মধ্যে প্রিয় আমার
মেষ, মহিষ, গরু ও ছাগল।
১২/১২/২০০৩ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: