সুজলা সুফলা শস্য শ্যামলা
আমার সোনার বাংলাদেশ
আহ! কি দারুণ
দেখতে লাগে বেশ।
আমার দেশের কৃষকেরা
মাঠে ফলায় ফসল,
মোটা কাপড় আর মোটা ভাত খেয়ে
হয় যে তারা সফল।
রঙ বেরঙের পাখ-পাখালি
করে যে মধুর গান।
তাদের গানে আমার দেশ
পায় যে, নতুন প্রাণ।
০৬/১২/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন