আধুনিক নারী
আধুনিক যুগের নারীরা
বুক ফুলিয়ে চলে,
ওড়না রেখে ফেলে
পরপুরুষকে দেখানোর ছলে।
হাত খোলা তার বুক খোলা
পড়ে জিন্সের প্যান্ট,
পুরুষের মতো থাকতে চায়
সেজে হনুমান।
নানা রঙের কাপড় পড়ে
করছে তারা সাজ,
বেহায়ার মতো ঘুরে বেড়ায়
নেইকো তাদের লাজ।
১৯/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন