বছর ঘুরে এলো আবার নুতন বছর,
শেষ হলো যে পুরানো সব আসর।
এসো সবাই নববর্ষকে করে বরণ,
ভুলে যাই অতীতের সব ক্রন্দন।
দুঃখ কষ্টকে ফেলে পশ্চাতে,
মিলে মিশে থাকি এক সাথে।
রইবো না আর অজ্ঞান,
কবর জ্ঞান অর্জন।
নববর্ষের এই সূচনাক্ষণে,
অনুরোধ করি সর্বজনে।
যতœবান হও সকল কাজে,
তবেই স্মরণীয় হবে পৃথিবীর মাঝে।
২৮/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ
শেষ হলো যে পুরানো সব আসর।
এসো সবাই নববর্ষকে করে বরণ,
ভুলে যাই অতীতের সব ক্রন্দন।
দুঃখ কষ্টকে ফেলে পশ্চাতে,
মিলে মিশে থাকি এক সাথে।
রইবো না আর অজ্ঞান,
কবর জ্ঞান অর্জন।
নববর্ষের এই সূচনাক্ষণে,
অনুরোধ করি সর্বজনে।
যতœবান হও সকল কাজে,
তবেই স্মরণীয় হবে পৃথিবীর মাঝে।
২৮/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন