শুক্রবার, ২০ মে, ২০১৬

আবেদন

ইলমে দ্বীন
শিক্ষা কর
ঈমান আমল
দৃঢ় কর।


কোরআন পড়
দিনে রাতে
খোদার রহমত
পাবে তাতে।

যদি থাক
দ্বীনের পথে
দয়া পাবে
আখেরাতে।

সালাম দাও
কথার আগে
নামায পড়
আগে আগে।

রসুলের নামে
দরুদ পড়
ঝগড়া ফ্যাসাদ
বন্ধ কর।

ধনী হলে
যাকাত দিবে
নয়তো আল্লাহর
সাজা পাবে।

গাড়ি বাড়ি
অনেক নয়
দৃঢ় ঈমান
রাখতে হয়।
২১/০২/২০০১ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: