হাতে নিলাম কিশোর কণ্ঠ
কি মধুর নাম!
তুমি দেখাও সত্যের পথ
তাই তোমায় দেই দাম।
সবার প্রিয় সবার সেরা
তুমি সবার প্রিয়,
বেশি করে তুমি আমায়
জ্ঞানের আলো দিও।
৯৪ পৃষ্ঠার বইটি তুমি
কিশোরদের কথা বলো,
ইসলাম তুমি ভালোবাস
ইসলাম নিয়ে চল।
তাই আমি বারে বারে
তোমার কাছে আসি,
মাসের শেষে তোমায় পেয়ে
আনন্দেতে হাসি।
২২/১২/২০০০ খ্রিষ্টাব্দ
কি মধুর নাম!
তুমি দেখাও সত্যের পথ
তাই তোমায় দেই দাম।
সবার প্রিয় সবার সেরা
তুমি সবার প্রিয়,
বেশি করে তুমি আমায়
জ্ঞানের আলো দিও।
৯৪ পৃষ্ঠার বইটি তুমি
কিশোরদের কথা বলো,
ইসলাম তুমি ভালোবাস
ইসলাম নিয়ে চল।
তাই আমি বারে বারে
তোমার কাছে আসি,
মাসের শেষে তোমায় পেয়ে
আনন্দেতে হাসি।
২২/১২/২০০০ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন