লিখব আমি
কলমকে নিলাম বন্ধু করে
লিখব আমি দেশের কথা,
সঠিক কথা লিখে যাব
নোয়াব না কখনো মাথা।
লিখব আমি তাদের কথা
মরছে যারা অনাহারে,
তারা সুখী হলে
মনটা আমার যাবে ভরে।
লিখব আমি জ্ঞানের কথা
ছড়া হাজার হাজার,
লিখতে লিখতে হয়ে যাব
আমি ছড়াকার।
০৯/০৬/২০০১ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন