পৃথিবীর সব মানুষই পাগল।
কেউ অর্থের জন্য পাগল,
অর্থের নেশায় ডুবে থাকে সারাক্ষণ
কেউ নারীর জন্য পাগল,
নারীকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়।
কেউ গাড়ির জন্য পাগল,
বিলাসী জীবন যাপনের জন্য গাড়ি তার প্রয়োজন।
কেউ বাড়ির জন্য পাগল,
আরাম আয়েশে থাকার জন্য বাড়ির প্রয়োজন।
কেউ ভালোবাসা পাওয়ার জন্য পাগল,
ভালোবাসার জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সে।
কেউ সন্তানের জন্য পাগল,
নি:সন্তান দম্পতিরা একটি সন্তানের জন্য পাগল হয়ে যায়।
কেউ বইয়ের জন্য পাগল,
বই প্রেমীরা সব সময় বইয়ের মধ্যে ডুবে থাকে।
কেউ খাওয়ার জন্য পাগল,
সিগ্রেট, মদ, খাজা হালাল হারাম সবই সে খায়।
কেউ গানের জন্য পাগল,
গান না শুনলে তার রাতের ঘুম হারাম হয়ে যায়।
আসলেই আমরা সবাই পাগল।
তাং-২১/০২/২০১৬
কেউ অর্থের জন্য পাগল,
অর্থের নেশায় ডুবে থাকে সারাক্ষণ
কেউ নারীর জন্য পাগল,
নারীকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়।
কেউ গাড়ির জন্য পাগল,
বিলাসী জীবন যাপনের জন্য গাড়ি তার প্রয়োজন।
কেউ বাড়ির জন্য পাগল,
আরাম আয়েশে থাকার জন্য বাড়ির প্রয়োজন।
কেউ ভালোবাসা পাওয়ার জন্য পাগল,
ভালোবাসার জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সে।
কেউ সন্তানের জন্য পাগল,
নি:সন্তান দম্পতিরা একটি সন্তানের জন্য পাগল হয়ে যায়।
কেউ বইয়ের জন্য পাগল,
বই প্রেমীরা সব সময় বইয়ের মধ্যে ডুবে থাকে।
কেউ খাওয়ার জন্য পাগল,
সিগ্রেট, মদ, খাজা হালাল হারাম সবই সে খায়।
কেউ গানের জন্য পাগল,
গান না শুনলে তার রাতের ঘুম হারাম হয়ে যায়।
আসলেই আমরা সবাই পাগল।
তাং-২১/০২/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন