যাবে ভাই যাবে,আমাদের গায়ে,
যেথায় পাবে আম, জাম, কাঁঠাল, কলা
আরো পাবে আনারস, বেদেনা, আতা।
যাবে ভাই যাবে,আমাদের গায়ে,
যেথায় পাবে মেঘনা নদীর ঢেউ,
লঞ্চ, ইস্টিমার, ট্রলার চলার দৃশ্য।
যাবে ভাই যাবে,আমাদের গায়ে,
যেথায় পাবে ভাটিয়ালী, পল্লীগীতির সুর,
আরো পাবে প্রকৃতির অপরুপ দৃশ্য।
০৫/১০/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন