শুক্রবার, ২০ মে, ২০১৬

ইতিহাস

দাদা বলে,
পুকুর ভরা মাছ ছিল
আর গোয়াল ভরা গাই
কৃষক জেলে সবাই মিলে
আনন্দের গান গেয়ে যাই।

দাদি বলে,
বালতি ভরা দুধ ছিল
আর ঘোলা ভরা ধান,
নারী পুরুষ সবাই মিলে
গাইতাম আনন্দের গান।

আমি বলি,
সেই দিন গুলো ইতিহাসের
পাতায় নিল এখন ঠাঁই,
যে দিক তাকাই সে দিক শুধু
দুঃখ দুর্দশা দেখতে পাই।

ইতিহাসের সেই দিন গুলো
আর কি ফিরে পাব,
প্রাণ খুলে কি আবার আমরা
নতুন করে হাসবো?
২৬/০৯/২০০৩ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: