কথা ছিল দু’জনে
বিয়ে করব গোপনে,
শুধু তোমার কারণে
ঘর হল না জমিনে।
সুখ নেই জীবনে
দুঃখ নেই মরণে,
শুধু তোমার কারণে
বাচঁতে চাইনা ভুবনে।
ঘুম নেই নয়নে
পথ চলছি গোপনে,
শুধু তোমার কারণে
ঘুরি বনে বনে।
ছন্নছাড়া জীবনে
যাব আমি কোনখানে
শুধু তোমার কারণে
কাজ করি দোকানে।
তোমার আমার ব্যবধানে
তুমি সুখের সন্ধ্যানে,
শুধু তোমার কারণে
তোমাকে পাইনি জীবনে।
১৪/০৬/২০০০ খ্রিষ্টাব্দ
বিয়ে করব গোপনে,
শুধু তোমার কারণে
ঘর হল না জমিনে।
সুখ নেই জীবনে
দুঃখ নেই মরণে,
শুধু তোমার কারণে
বাচঁতে চাইনা ভুবনে।
ঘুম নেই নয়নে
পথ চলছি গোপনে,
শুধু তোমার কারণে
ঘুরি বনে বনে।
ছন্নছাড়া জীবনে
যাব আমি কোনখানে
শুধু তোমার কারণে
কাজ করি দোকানে।
তোমার আমার ব্যবধানে
তুমি সুখের সন্ধ্যানে,
শুধু তোমার কারণে
তোমাকে পাইনি জীবনে।
১৪/০৬/২০০০ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন