ওগো তুমি কোথায় যাও আমায় ফেলে,
তুমি আমায় নিয়ে যাও ডানা মেলে।
সেথায় খুশী যাও, চলে যাও,
যারে খুশী প্রেম তারে দাও,
শুধু একটি কথা শুনে যাও।
এ কেমন খেলা খেলে
মাফুজের হাতটি ধরে,
চলে গেছ আমায় ফেলে
দুরে বহু দুরে।
আমি এখন হয়েছি একা
আশা রাখি পরজনমে হবে দেখা।
০৩/১১/১৯৯৯ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন