রবিবার, ২২ মে, ২০১৬

বানভাসির কান্না

১.
চারদিকে বন্যা
ভানবাসির কান্না
হয় না ঘরে রান্না
লাগে মনে ঘেন্না।


২.
রাত আসে
দিন আসে
কেউ হাসে
কেউ কাশে।

৩.
ত্রাণ দেয়, চাল, ডাল মুড়ি
নেতাদের হয় লুকোচুরি
করে চাপাবাজি ভূরি ভূরি
আমরা না খেয়ে মরি।
১৯/০৮/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: