রবিবার, ২২ মে, ২০১৬

অপু

অপু নামের ছেলেটি
দিন রাত ঘুরে বেড়ায়,
কনকনে শীতে কাপে
শীতের জামা নেই গায়।

মাথা গোজাঁর ঠাঁই নেই
বসে থাকে রাস্তায়,
নাওয়া খাওয়া কিছুই নেই
করে শুধু ভিক্ষায়।
২৯/১০/২০০৫ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: