কে আছ ভাই বল দেখি
কোনটি সোনার দেশ,
সুজলা, সুফলা, শস্য-শ্যামলা
রূপের নাই যে শেষ।
কোথায় আছে মিষ্টি মধুর কলতান,
ময়না কোকিলের কুহুকুহু গান।
সে যে আমার জন্মভূমি বাংলাদেশ।
কোনটি সোনার দেশ,
সুজলা, সুফলা, শস্য-শ্যামলা
রূপের নাই যে শেষ।
কোথায় আছে মিষ্টি মধুর কলতান,
ময়না কোকিলের কুহুকুহু গান।
সে যে আমার জন্মভূমি বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন