তুমি জানতে কি চাও কেন রাত জেগে কবিতা লিখি?
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে এখনও ভাবি?
তুমি জানতে কি চাও কেন কেঁদে কেঁদে বুক ভাসাই?
তুমি জানতে কি চাও কেন হৃদয়ের মাঝে বাজে হাহাকারের সুর?
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি?
তুমি জানতে কি চাও কেন তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না?
তাহলে শুন-
আমি যে এখনও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি
শুনেছ?
আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...।
০৯/০৩/২০০৬ খ্রিষ্টাব্দ
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে এখনও ভাবি?
তুমি জানতে কি চাও কেন কেঁদে কেঁদে বুক ভাসাই?
তুমি জানতে কি চাও কেন হৃদয়ের মাঝে বাজে হাহাকারের সুর?
তুমি জানতে কি চাও কেন তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি?
তুমি জানতে কি চাও কেন তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না?
তাহলে শুন-
আমি যে এখনও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি
শুনেছ?
আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...।
০৯/০৩/২০০৬ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন