ঢাকা শহর নেইকো ঢাকা
সবই খোলা মেলা,
এই শহরেরই চলে দিনে রাতে
খুন ধর্ষণের খেলা।
এই শহরের কেউ থাকে
সাত তলার উপর,
আবার কেউ থাকে
ফুটপাত আর বস্তির ভেতর।
এই শহরের লেগে থাকে
সারাক্ষণ যানজট ভাই,
ঠিকমত অফিসে যাওয়ার
কোন উপায় নাই।
এই শহরের মানুষগুলো
ইট পাথরের মত,
দয়া মায়া বলে কিছুই
তাদের মধ্যে নাইত।
এই শহরের ভিতর দিয়ে
চলে হাজার হাজার গাড়ি,
সেই গাড়িতে চড়ে সবাই
যায় নিজ নিজ বাড়ি।
২৮/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ
সবই খোলা মেলা,
এই শহরেরই চলে দিনে রাতে
খুন ধর্ষণের খেলা।
এই শহরের কেউ থাকে
সাত তলার উপর,
আবার কেউ থাকে
ফুটপাত আর বস্তির ভেতর।
এই শহরের লেগে থাকে
সারাক্ষণ যানজট ভাই,
ঠিকমত অফিসে যাওয়ার
কোন উপায় নাই।
এই শহরের মানুষগুলো
ইট পাথরের মত,
দয়া মায়া বলে কিছুই
তাদের মধ্যে নাইত।
এই শহরের ভিতর দিয়ে
চলে হাজার হাজার গাড়ি,
সেই গাড়িতে চড়ে সবাই
যায় নিজ নিজ বাড়ি।
২৮/০৩/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন