বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
এই ভাষায় লিখি আমি
কবিতা আর গান।
এমন মধুর বাংলা ভাষা
যিনি করলেন দান,
সারাক্ষণ গাই শুধু
তারই গুণগান।
জীবন দিয়ে রাখলো যাঁরা
বাংলা ভাষার মান,
তাঁরা আজ ইতিহাসের পাতায়
হলেন চির অম্লান।
০২/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন