নম্র ভদ্র ছেলে কুতুব ভাই,
হিংসা অহংকার তার মধ্যে নাই।
তার কোন তুলনা নাই,
তাই আমি তার গুনগান গাই।
মনটা তার খুবই কোমল,
ভাল তার আখলাক আমল।
দেখতে সে ভীষণ কালো,
কিন্তু লেখাপড়ায় খুবই ভালো।
সদা সত্য কথা বলে,
সরল সঠিক পথে চলে।
আমরা সবাই থাকি তার দলে ,
তার কথা যায় না বিফলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন