ভালোবাসা তুমি কী?
সবাইকে ফাঁকি দিয়ে দু’জনে চুপি চুপি কথা বলা,
নাকি! রাত জেগে চিঠি লেখা।
ভালোবাসা তুমি কী?
বিরহের আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া,
নাকি! মদ খেয়ে মাতাল হওয়া।
ভালোবাসা তুমি কী?
সব বাঁধা ভেঙ্গে চুরমার করা,
নাকি! রক্তাক্ত দেহ নিয়ে পড়ে থাকা।
ভালোবাসা তুমি কী?
রাত জেগে কবিতা লেখা,
নাকি! যখন তখন সিনেমা দেখা।
ভালোবাসা তুমি কী?
আদর সোহাগ ও দৈহিক মিলন,
নাকি! সারা জীবন পথ চেয়ে থাকা।
সত্যি করে বলো ভালোবাসা
আসলে তুমি কী?
৮/৩/২০০৬ খ্রিষ্টাব্দ
সবাইকে ফাঁকি দিয়ে দু’জনে চুপি চুপি কথা বলা,
নাকি! রাত জেগে চিঠি লেখা।
ভালোবাসা তুমি কী?
বিরহের আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া,
নাকি! মদ খেয়ে মাতাল হওয়া।
ভালোবাসা তুমি কী?
সব বাঁধা ভেঙ্গে চুরমার করা,
নাকি! রক্তাক্ত দেহ নিয়ে পড়ে থাকা।
ভালোবাসা তুমি কী?
রাত জেগে কবিতা লেখা,
নাকি! যখন তখন সিনেমা দেখা।
ভালোবাসা তুমি কী?
আদর সোহাগ ও দৈহিক মিলন,
নাকি! সারা জীবন পথ চেয়ে থাকা।
সত্যি করে বলো ভালোবাসা
আসলে তুমি কী?
৮/৩/২০০৬ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন