সোমবার, ১৮ জুলাই, ২০১৬

ভিক্ষাবৃত্তি

সমাজে যত ধরনের পেশা আছে তাদের মধ্যে সবচেয়ে অর্মযাদাকর ও অসম্মানজনক পেশা হচ্ছে ভিক্ষা করা। যারা ভিক্ষা করে তাদেরকে সমাজে ভালো চোখে দেখে না। সমাজে তাদের গৌরবজনক কোন ভূমিকা নেই বললেই চলে। তবে ভিক্ষা একটি নিকৃষ্ট ঘৃণ্য পেশা হলেও এটি একটি স্বাধীন পেশা। এই পেশা খুবই লাভজনক। এই পেশায় কোন পুঁজি খাটাতে হয় না। তাই এই পেশায় লাভ ছাড়া কোন লোকসান হয় না। অলস প্রকৃতির লোকদের জন্য এই পেশা খুবই ভাল। তবে এই পেশায় আত্মসম্মানবোধ বলে কিছু থাকে না। যাদের আত্মসম্মানবোধ নেই তারাই এই পেশায় জড়িয়ে পড়ে। আমাদের দেশের অধিকাংশ অলস পুরুষ মহিলা আছে যারা এই পেশার সাথে জড়িত। তাদের হাত, পা ও চোখ সবই আছে। তারা ইচ্ছে করলে কর্ম করে খেতে পারে কিন্তু অলসতার কারণে কর্ম না করে এই পেশায় চলে আসে।ভিক্ষাবৃত্তিকে ইসলাম ধর্মও সমর্থন করে না। ছোট বেলায় পড়েছিলাম,নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে এই ছিল মহানবী (স) এর বাণী। কিন্তু আমরা সেটা না মেনে কারণে অকারণে ভিক্ষার মতো ঘৃণ্য একটি পেশায় জড়িয়ে যায়।
দেশের মানুষ যত বেশি এই ধরনের ঘৃণ্য পেশায় জড়িত থাকবে সে দেশ আর যাই হোক কোনদিন উন্নত দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করতে পারবে না। তাই দেশের মানুষ যত বেশি শিক্ষিত হবে এই পেশার লোকের সংখ্যা তত কমতে থাকবে কেননা শিক্ষা মানুষকে আত্মমর্যাদাশীল হতে সাহায্য করে।

কোন মন্তব্য নেই: