বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

একুশে ফেব্রুয়ারি তুমি


একুশে ফেব্রুয়ারি  তুমি
আমাদের দিয়েছ বাংলা ভাষা,
তোমার জন্য বাংলায় কথা বলে
গরিব দুঃখী চাষা।

একুশে ফেব্রুয়ারি  তুমি
আমাদের দিয়েছ স্বাধীনতা,
তাই তোমাকে নিয়ে লিখা হয়েছে
কত শত গান, গল্প, কবিতা।

একুশে ফেব্রুয়ারি তুমি
আমাদের করেছ সম্মান,
তাই তোমার জন্য দিয়েছে
রফিক, সালাম, বরকত প্রাণ।

কোন মন্তব্য নেই: