রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

ধন্য আমি (প্যারোডি)

কবিতা

ধন্য আমি ধন্য
তোমার ভালোবাসার জন্য।
অস্ত্র ধরে যুদ্ধ করব
তোমার ভালোবাসার জন্য।
প্রেমের জন্যে ধরব আমি জীবন বাজি
হবো আমি শহীদ গাজী।


লোভের টানে হবো না কভু
অন্য প্রেমিকার পণ্য,
এই করেছি পণ।
তোমার ভালোবাসার জন্য
শক্ত হাতে ঘায়েল করব,
আমি প্রেমিক সৈন্য।
ধন্য আমি ধন্য
তোমার ভালোবাসার জন্য
আমি তুমি এক হয়ে
উড়াব বিজয় নিশান।
প্রেমের ইতিহাসে
আমরা আগে হব গন্য।
ধন্য আমি ধন্য
তোমার ভালোবাসার জন্য।

কোন মন্তব্য নেই: