বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

ধূমপানে বিষপান


ধূমপান এক অভিশাপ
ইসলাম বলে পাপ।
ধূমপানে হয় ক্যান্সার
আরো হয় আলসার।

হয় দৃষ্টি শক্তির ক্ষতিসাধন
মস্তিষ্কের রক্তক্ষরণের কারণ।
ধূমপানে হয় অর্থের অপচয়
আরো হয় স্বাস্থ্য ক্ষয়।
ধূমপানে বিষপান
আর নয় ধূমপান।
ধূমপান ছেড়ে দাও
ফুলের সুবাস নাও।

কোন মন্তব্য নেই: