বিসমিল্লাহির রাহমানির রাহিম
শ্রদ্বেয় আব্বাজান,
পত্রের শুরুতে আপনার প্রতি রইল আমার
ভক্তিপূর্ণ সালাম ও আন্তরিক শ্রদ্ধাবোধ। আশা রাখি মহান প্রভুর অশেষ
কৃপায় মা ও বোনকে নিয়ে ভাল আছেন। ভাল থাকাই আমার কামনা। আমিও আপনাদের
দোয়ায় বন্ধুদেরকে নিয়ে ভাল আছি।
পরসংবাদ এই যে, আব্বা গতকাল আপনার চিঠি পেয়েছি। চিঠি
পড়ে বিস্তারিত জানতে পারলাম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমাদের মাদ্রাসা ১০দিন
বন্ধ থাকবে। তাই আমি এবারের ঈদ বাড়িতে এসে করব। ঈদের দুদিন পূর্বে বাড়িতে
আসব। আমার জন্য কোন চিন্তা করবেন না। আমার লেখাপড়া ভালই চলছে। ইতোমধ্যে
পরীক্ষার সিলেবাস প্রায় শেষ করে ফেলেছি। নামাযান্তে অন্তর থেকে আমার
জন্য দোয়া করবেন; যাতে
আমি পরীক্ষায় কামিয়াবী হতে পারি। মাকে আমার সালাম দেবেন। বোনকে আমার স্নেহ ও
ভালোবাসা দিবেন।
আর বিশেষ কি লিখব। পরিশেষে আপনার
দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ইতি টানলাম।
ইতি
আপনার স্নেহের ছেলে
সাকিব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন