বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৫

কৌতুক-২১
ছেলে ও মায়ের মধ্যে কথা হচ্ছে:
ছেলে: আচ্ছা মা, বাইরের ঘরে যে বড় আয়নাটা আছে সেটা যদি কেউ ভেঙে ফেলে, তাহলে কী করবে?
মা: মেরে তার পিঠের চামড়া তুলে ফেলব।
ছেলে: তাহলে বাবার পিঠের চামড়া তুলে ফেল।
মা: কেন?
ছেলে: ওই আয়নাটা বাবাই ভেঙ্গেছে মা।

কৌতুক-২২
দুই বন্ধু পরীক্ষা শেষে রুম থেকে বের হয়ে বাড়ি ফিরছে। পথে একজন আর একজনকে জিজ্ঞেস করছে:
প্রথম বন্ধু: কিরে, পরীক্ষা কেমন হয়েছে?
দ্বিতীয় বন্ধু: কোনো প্রশ্নই কমন পড়েনি। তাই সাদা খাতা জমা দিয়ে এসেছি।
প্রথম বন্ধু: সর্বনাশ করেছিস। আমিও তো সাদা খাতা জমা দিয়েছি। স্যার তো মনে করবেন, আমি তোরটা নকল করেছি।
কৌতুক-২৩
দুই বন্ধুতে কথা হচ্ছে:
প্রথম বন্ধু: আচ্ছা করিম, তুই কাকে ভয় করিস? বাঘ না মশাকে?
দ্বিতীয় বন্ধু: আমি বাঘকে বেশি ভয় করি।
প্রথম বন্ধু: আমি মশাকে ভয় করি।
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু: বাঘের ভয়ে আমরা বাঘকে খাঁচায় বন্দি করি। কিন্তু মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচায় (মশারিতে) ঢুকি।

কৌতুক-২৪
বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন:
বাবা: কোনো সময়ই আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবে না। আজকের কাজ আজকেই করে ফেলবে।
ছেলে: ও তাই তো আজ যে মিষ্টিগুলো এনেছিলে তা কালকের জন্য ফেলে না রেখে আজ সব খেয়ে শেষ করে ফেলেছি!

কৌতুক-২৫
শিক্ষক: তুমি বড় হলে কী হতে চাও?
ছাত্র: আমি শিক্ষক হতে চাই।
শিক্ষক: তা বেশ ভালো। কিন্তু কেন?
ছাত্র: শিক্ষক হলে শুধু প্রশ্ন করলেই চলে। উত্তর অন্যের কাছ থেকে আদায় করা যায়।

কোন মন্তব্য নেই: