রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

মুক্ত আলোচনা (পর্ব-১২) আজকের বিষয়: যৌতুক প্রথা

আজ শুক্রবার। ছুটির দিন। যারা অবসর আছেন তারা চলে আসুন মুক্ত আলোচনার লাইভ আড্ডায়।

আজকের বিষয়: যৌতুক প্রথা

বর্তমানে নারীরা পুরুষ কর্তৃক যত প্রকার নির্যাতিত হচ্ছে তার মধ্যে সবচেয়েবেশি হচ্ছে যৌতুকের শিকার। বর্তমানে এ যৌতুক একটি প্রথা হিসেবে দেখাদিয়েছে। যা নারী সমাজের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যৌতুকের ফলে কতনারীর সোনার সংসার ভেঙ্গে তছনছ হয়েছে তার কোন হিসেব নেই। কত নারী যেআত্মহত্যার পথ বেছে নিয়েছে তারও কোন পরিসংখ্যান নেই। যুগ যুগ ধরে এ যৌতুকপ্রথা আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে। আজ যৌতুক
নামক এ কু-প্রথাটিক্রমান্বয়ে সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আজ প্রায় প্রতিটি ছেলেপরিবারের অভিভাবকরা প্রতিযোগিতায় লেগে যায় কে কত বেশি যৌতুক আনতে পারে। এইসমাজে যে যত ভাল পাত্র সে তত বেশি যৌতুকের দাবিদার। ঠিক বাজারের পণ্যেরমতো। বাজারে যে পণ্যটি সবচেয়ে আকর্ষণীয় ও মজাদার সেই পণ্যের দাম বেশি।বিয়ের বাজারে পাত্রের ক্ষেত্রেরও শিক্ষা-দীক্ষায়, গুণে মানে সুঠাম দেহেরঅধিকারীরা খুব দাবী পাত্র। বিয়ের মজলিশে ভাল পাত্রের বাবারা ফেভারিটেরতালিকায় থাকেন। বিস্তারিত…
এ বিষয়ের সাথে মিল রেখে শাহ আলম বাদশা ভাইয়ের যৌতুক বনাম দেনমোহর লেখাটি এখানে শেয়ার করলাম।
 jotuk
  • আপনি একজন পুরুষ হিসেবে এই যৌতুক প্রথাকে কিভাবে দেখছেন?এ নিয়ে আপনার মতামত তুলে ধরুন।
  • আপনি একজন নারী হিসেবে এই যৌতুক প্রথাকে কিভাবে দেখছেন? এ নিয়ে আপনার মতামত তুলে ধরুন।
  • যৌতুক প্রথা আমাদের সমাজের জন্য মঙ্গল না‍কি অমঙ্গল বয়ে আনে? তা নিয়ে আলোচনা করুন।
  • যৌতুক প্রথা বন্ধে আমাদের করণীয় কি আলোচনা করুন।
  • যৌতুক কী, যৌতুক গ্রহণ ও প্রদান অপরাধ কিনা, যৌতুক নিরোধ আইনেশাস্তির বিধান, যৌতুক নিরোধে আইনগত সহায়তা প্রদানকারী সংগঠন, স্থানীয়ভাবেআইনগত সহায়তা প্রদানকারী সংগঠন, নির্যাতিত নারীদের জন্য জরুরি চিকিৎসা ওসেবা, যৌতুক রোধে করণীয় সম্পর্কেবিশদ আলোচনা করতে পারেন।
  • ইসলাম কি যৌতুককে সমর্থন করেন? এ বিষয়ে আমরা আলোচনা করতে পারি।
timthumb.php
আসুন আমরা উপরের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। আলোচনার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। আজ থেকে পরবর্তী পোস্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনারা আলোচনা করতে পারবেন। যে কেউ যে কোন সময় আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন। প্রতিটা আলোচনা আড্ডা থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় বের করে নিব। সকল ব্লগাররা সবার প্রতি সম্মান রেখে কথা বলবেন। কোন অশ্লীল বা সহব্লগারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে এমন কথাবার্তা থেকে বিরত থাকবেন। যারা অবসর আছেন তারা চলে আসুন লাইভ মুক্ত আলোচনা আড্ডায়।
আজকে শুধুই বিষয় ভিত্তিক মুক্ত আলোচনা আড্ডা হবে। ভয়ের কিছু নাই, যারা আজকে মুক্ত আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন না তারা হাজিরা দিয়ে চলে যান। কালকে, পরশু বা আরো পরে আসলেও কোন সমস্যা নেই। আপনার জন্য মুক্ত আলোচনার আয়োজন সবসময় খোলা থাকবে। তো আসুন মুক্ত আলোচনা আড্ডা দিয়ে মনকে ফ্রেস করি। একে অপরকে জানি। একে অপরের মতামত তু্লে ধরি।
storyenda2

কোন মন্তব্য নেই: