মাঠে পানি, ঘাটে পানি, ঘরে পানি,
যেদিকে তাকাই শুধু বন্যার পানি।
চারদিকে শুধু অথয় পানি,
মানুষের মুখে শুধু হতাশার বানি।
যেদিকে তাকাই শুধু বন্যার পানি।
চারদিকে শুধু অথয় পানি,
মানুষের মুখে শুধু হতাশার বানি।
এ কেমন নিয়তির খেলা,
বন্যা আসে সাড়া বেলা।
ওরে সর্বনাশী বন্যা!
কত শত মানুষের কান্না।
কত শস্য তুই করলি নষ্ট,
কত মানুষকে দিলি কষ্ট।
নদীর দু’কুল পড়ে সাড়া,
তুর কবলে জেগে উঠে পাড়া।
১২/০৯/১৯৯৮ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন