ঐ আকাশে চাঁদ উঠেছে
কাল যে হবে ঈদ,
এই খুশীতে সব শিশুদের
নেই যে চোখে নিঁদ।
কেউ বা যাবে বেড়াতে
নানা-নানীর বাড়ি,
তাইতো সবাই কাপড় নিয়ে
করছে কাড়াকাড়ি।
ঈদগাহেতে গিয়ে সবাই
করবে কুলাকুলি,
প্রতিজ্ঞা করবে তারা
আজ থেকে সব বিবেদ ভুলি।
২৮/০৭/২০০০ খ্রিষ্টাব্দ
[চলন্তিকা ই-প্রকাশনা: সংখ্যা-১ আগস্ট ২০১৩, ঈদ সংখ্যায় প্রকাশিত]
কাল যে হবে ঈদ,
এই খুশীতে সব শিশুদের
নেই যে চোখে নিঁদ।
কেউ বা যাবে বেড়াতে
নানা-নানীর বাড়ি,
তাইতো সবাই কাপড় নিয়ে
করছে কাড়াকাড়ি।
ঈদগাহেতে গিয়ে সবাই
করবে কুলাকুলি,
প্রতিজ্ঞা করবে তারা
আজ থেকে সব বিবেদ ভুলি।
২৮/০৭/২০০০ খ্রিষ্টাব্দ
[চলন্তিকা ই-প্রকাশনা: সংখ্যা-১ আগস্ট ২০১৩, ঈদ সংখ্যায় প্রকাশিত]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন