রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

তুমি


তুমি আশা
তুমি ভালোবাসা।
তুমি সুখ
তুমি দুঃখ।
তুমি হাসি
তুমি খুশি।
তুমি শত্রু
তুমি মিত্র।
তুমি কল্পনা
তুমি ঝল্পনা।
তুমি বিশ্বাসে
তুমি নিঃশ্বাসে।
তুমি আকাশে
তুমি বাতাসে।
তুমি বনলতা
তুমি শেষের কবিতা।
তুমি প্রেরণা
তুমি বেদনা।
তুমি অভিমান
তুমি বর্তমান।

কোন মন্তব্য নেই: