আজ শুক্রবার। ছুটির দিন। যারা অবসর আছেন তারা চলে আসুন মুক্ত আলোচনার লাইভ আড্ডায়।

আজকের বিষয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কি যৌক্তিক?
সম্প্রতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর থেকে
শিক্ষার্থীরা শুধু এইচএসসি পাশের বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এর
ফলে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ
হারাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী বছর থেকে একবার ভর্তি
পরীক্ষার নতুন পদ্ধতি চালুর যে সিদ্ধান্ত নিয়েছে, তার পক্ষে–বিপক্ষে
বিতর্ক দেখা দিয়েছে। এই নতুন নিয়মের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও
শিক্ষাবিধদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এ সিদ্ধান্ত
নেওয়ার পক্ষে কর্তৃপক্ষ আসন খালি থাকার দোহাই দিচ্ছে। অন্যদিকে
শিক্ষার্থীদের একাংশ সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে। সবার
জন্য গ্রহণযোগ্য ভর্তি পরীক্ষা পদ্ধতি কী হতে পারে এ নিয়ে আজ আমরা
তর্কবির্তক ও আলোচনা আড্ডা দিব।
আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ
আসুন
আমরা উপরের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। আলোচনার কোন নির্দিষ্ট সময়সীমা
নেই। আজ থেকে পরবর্তী পোস্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনারা আলোচনা করতে
পারবেন। যে কেউ যে কোন সময় আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন। প্রতিটা আলোচনা
আড্ডা থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় বের করে নিব। সকল ব্লগাররা সবার প্রতি
সম্মান রেখে কথা বলবেন। কোন অশ্লীল বা সহব্লগারকে বিব্রতকর অবস্থায় ফেলতে
পারে এমন কথাবার্তা থেকে বিরত থাকবেন। যারা অবসর আছেন তারা চলে আসুন লাইভ
মুক্ত আলোচনা আড্ডায়।
আজকে শুধুই বিষয়
ভিত্তিক মুক্ত আলোচনা আড্ডা হবে। ভয়ের কিছু নাই, যারা আজকে মুক্ত আলোচনা
আড্ডায় যোগ দিতে পারবেন না তারা হাজিরা দিয়ে চলে যান। কালকে, পরশু বা আরো
পরে আসলেও কোন সমস্যা নেই। আপনার জন্য মুক্ত আলোচনার আয়োজন সবসময় খোলা
থাকবে। তো আসুন মুক্ত আলোচনা আড্ডা দিয়ে মনকে ফ্রেস করি। একে অপরকে জানি।
একে অপরের মতামত তু্লে ধরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন