শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

তোমার জন্য


তুমি আমার মোমের আলো
তোমায় বাসতে চাই ভালো।

তোমার রাঙা ঠোঁটে
প্রেমের রঙিন গোলাপ ফুঁটে।
দেখি তোমার মিষ্টি হাসি
আমি তোমাকে ভালোবাসি।
আমি ভেবে পাই না কোন কুল
তুমি নিবে কি আমার ফুল?
০১/০৬/১৯৯৯ খ্রিষ্টাব্দ

২টি মন্তব্য:

দৈনিক রূপসী টাঙ্গাইল Daily Ruposi Tangail বলেছেন...

আমির হোসেন ভাই কেমন আছেন

মোহাম্মদ আয়নাল হক বলেছেন...

আজব এক
কেরামতিতে তারা ব্যাকুল হয়ে ওঠের
পরস্পরকে দেখার জন্য।