শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

অনাথ শিশু

কনকনে এই শীতের মাঝে
হাড় কাঁপানো সকাল-সাঁঝে,
পাই না কারো একটু আদর
কে দেবে গো একটি চাদর?

কাঁপছি আমি থরথরিয়ে
প্রাণ বুঝি যায়― যায় বেরিয়ে,
এমন সময় সূর্য মামা
দেয় পরিয়ে গরম জামা।

তাং-১৩/১১/২০১৫ইং