রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

ব্যথা



একদিন হাত ধরে বলে ছিলে তুমি
ভুলবে না তুমি আমায়
এখন তুমি ভুলে গেলে
তোমার বাবার কথায়।

এমনই যদি হত তাহলে
ভালবাসার নাম করে
কেন দিয়েছিলে কথা?
এই নোংরা ভালোবাসার জন্যই কি
হয়েছিল আমার মাথা ব্যথা?
তুমি দিলে আমায় কষ্ট
আজ তোমার জন্য হয়েছি নষ্ট।
তোমায় নিয়ে কত না দেখেছি স্বপ্ন।
সুখে থাক সুখি হও,
তুমি হবে অন্য একজনের বউ,
তাইতো আমার মনে ব্যথা।

২টি মন্তব্য:

আরজু মুন বলেছেন...

আরে কি বলে আপনার মনের ব্যাথার কথা শুনে তো আমার ও তো মনে ব্যাথা লাগল।
তবে কবিতা ভাল লাগল।
ধন্যবাদ কবিকে।

Unknown বলেছেন...

তাই নাকি। তো ব্যথার ঔষধ দেব নাকি?