বিড়াল ছানার বিয়ে
বিড়াল ছানার সাধ হয়েছে করবে এবার বিয়ে
কনে দেখার ভার নিয়েছে পাড়ার ছেলে-মেয়ে
এদিক ওদিক ঘুরে বেড়ায় কনে খোঁজার আশায়
বাসায় বাসায় সাড়া পড়ে কনে কোথায় পায়
হঠাৎ করে সুন্দরী এক বিড়াল ছানা এসে
আদর করে গলায় ধরে তাহার পাশে বসে
বিড়াল ছানার বিয়ে হল মহা ধুমধামে
সবাই এলো উপহার নিয়ে তাদের নামে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন