বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

বাংলাদেশের ঋতু বৈচিত্র্য

বাংলাদেশের ঘরে ঘরে
প্রতি বার মাসে,
ছয়টি ঋতু দু’মাস করে
বছর ঘুরে আসে।


গ্রীষ্মকালে গরম পড়ে
প্রকৃতি হয় আগুন,
গাছে গাছে ফল পাকে
খেতে লাগে দারুন।

বর্ষা আসে বৃষ্টি নিয়ে
আকাশ ঝরা কান্না,
বাংলার বধুরা ঘরে বসে
করে সুস্বাদু রান্না।

শরৎকালে কাশফুল ফুটে
দেখা মিলে বনে,
নীলাকাশ দেখে
দোলা লাগে প্রাণে।

হেমন্তে নতুন ধান
আসে কৃষকের ঘরে,
কৃষাণ বধূদের মন
আনন্দে যায় ভরে।

কোয়াশা মোড়ানো শীতে
কাঁচা খেজুর রসে,
রসের পিঠা খেতে মজা
সকালের রোদে বসে।

ঋতুর রাজা বসন্ত আসে
শীতের আভা ইতি টেনে,
সকাল বেলায় ঘুম ভাঙ্গে
কোকিলের মধুর গানে।

ছয়টি ঋতুর সমরোহ
আসে আপন বেশে
প্রকৃতির এই খেলা
আছে শুধু বাংলাদেশে।
২০/০৮/২০১৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই: