আজ শুক্রবার। ছুটির দিন। পাশাপাশি চলছে ঈদের ছুটি। যারা অবসর আছেন তারা চলে আসুন মুক্ত আলোচনার লাইভ আড্ডায়।
আজকের বিষয়: ঈদ কেমন করলেন
ঈদের কবিতা, স্মৃতিকথা, গল্প
আসুন আমরা ঈদের কবিতা, স্মৃতিকথা, গল্প, গান ইত্যাদি নিয়ে আলোচনা করি। নিম্নে একটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ঈদের গানটি দেয়া হল।
ও মন রমজানের ঐ রোজার শেষে
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
দেজাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
দেজাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
যারাজীবন ভরে রাখছে রোজা নিত- উপবাসী
সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের,
তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
তোরেমারল ছুঁড়ে জুড়ে ইঁট পাথর যারা
সেইপাথর দিয়ে তোলরে গ’ড়ে প্রেমেরি মসজিদ।।
সেইপাথর দিয়ে তোলরে গ’ড়ে প্রেমেরি মসজিদ।।
-কাজী নজরুল ইসলাম-
ঈদ উপলক্ষে বন্ধুব্লগে প্রকাশ হলো ঈদ সংখ্যা-ই-বুক
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর
উপলক্ষে বন্ধুব্লগ প্রকাশ করছে ঈদ সংখ্যা- ই-বুক। এই সংখ্যা কেমন হল।
আপনাদের কার কার লেখা এখানে স্থান পেয়েছে এই নিয়ে বিশদ আলোচনা করতে পারেন।
ঈদ সেলামী
ঈদের দিন আমরা ছোট বড় সবাই ঈদ সেলামী পেতে চায়। সামনে ঈদ কে কার কাছ থেকে কত টাকা সেলামী পেলেন তা এখানে তুলে ধরতে পারেন।
ঈদে বেড়ানো
ঈদের উৎসবমুখর আনন্দটাকে খুঁজে নিতে মন
ছুটে যায় দূরে। যেখানে সমুদ্র এসে থেমে যায় দূর কোন পাহাড়ের সীমানায়,
যেখানে ঝর্ণাধারায় বয়ে যায় আমাদের সমস্তউচ্ছ্বাস। আর এ আনন্দের উচ্ছ্বাসকে
উপভোগ করার সময়টুকু পাওয়া যায় ঈদেরছুটিতে। যে সময়টুকুতে সবাইকে একসাথে
পাওয়া যায়। ঈদের দিন সবাইকে নিয়ে একটুপোলাও কোরমা, মিষ্টি, সেমাই সহ
বিভিন্ন আইটেমের মজাদার খাবারের পাশাপাশি অনেকেই চান সময়টাকে একটু কাজে
লাগিয়ে বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন, পরিবারের সদস্য ও ভালোবাসার মানুষটিকে
নিয়ে পছন্দের কোন জায়গায় ঘুরে বেড়াতে। তাহলে চলুন কোথাও বেড়িয়ে আসি। কে
কোথায় যাচ্ছেন এখানে বলতে পারেন।
আসুন আমরা উপরের বিষয়টি নিয়ে আলোচনা শুরু
করি। আলোচনার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। আজ থেকে পরবর্তী পোস্ট প্রকাশ
হওয়ার আগ পর্যন্ত আপনারা আলোচনা করতে পারবেন। যে কেউ যে কোন সময় আলোচনা
আড্ডায় যোগ দিতে পারবেন। প্রতিটা আলোচনা আড্ডা থেকে আমরা কিছু শিক্ষণীয়
বিষয় বের করে নিব। আলোচনা আড্ডা হবে নির্মল আনন্দের খোরাক। সকল ব্লগাররা
সবার প্রতি সম্মান রেখে কথা বলবেন। কোন অশ্লীল বা সহব্লগারকে বিব্রতকর
অবস্থায় ফেলতে পারে এমন কথাবার্তা থেকে বিরত থাকবেন। যারা অবসর আছেন তারা
চলে আসুন লাইভ মুক্ত আলোচনা আড্ডায়।
আজকে শুধুই বিষয় ভিত্তিক মুক্ত আলোচনা
আড্ডা হবে। ভয়ের কিছুনাই, যারা আজকে মুক্ত আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন
না তারা হাজিরা দিয়ে চলে যান। কালকে, পরশু বা আরো পরে আসলেও কোন সমস্যা
নেই। আপনার জন্য মুক্ত আলোচনার আয়োজন সবসময় খোলা থাকবে।তো আসুন মুক্ত
আলোচনা আড্ডা দিয়ে মনকে ফ্রেস করি। একে অপরকে জানি। একে অপরের মতামত তু্লে
ধরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন