শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

মুক্ত আলোচনা (পর্ব-০৯) আজকের বিষয়: প্রেম ও ভালোবাসা

আজ শুক্রবার। ছুটির দিন। যারা অবসর আছেন তারা চলে আসুন মুক্ত আলোচনার লাইভ আড্ডায়।

আজকের বিষয়: প্রেম ও ভালোবাসা

আলোচনা হতে পারে মানব জীবনের এক অবিচ্ছেদ্দ অংশ প্রেম ও ভালোবাসা নিয়ে।
love
আলোচনা হতে পারে প্রেম ও ভালোবাসার গল্প, কবিতা ও গান নিয়ে। রুদ্র আমিনের একটি ভালোবাসার কবিতা এখানে শেয়ার করলাম।

ভালবাসা….

রুদ্র আমিন

ভালবাসা কি সত্যি প্রেমপত্র দেয়া নেয়া
নাকি ভার্চুয়াল জগতে হায় হ্যালো বলা,
নাকি চোখে চোখ পড়লেই ভালবাসার হয় উদয়
আসলে ভালবাসার নেই কোন রেখা কিংবা বার্তা;
মনের অগোচরেই তার যাওয়া আসা, আর
যদি একটু একটু করে দু’টি মনের হয় ক্ষরণ
তবেই তো ভালবাসার ইচ্ছে জাগে দু’জন দু’জনার মনে।
প্রতিটি ভোর এক একটি স্বপ্ন তখন
কোন একটি নিদির্ষ্ট সময়
যেখানে প্রথম চোখে মেলে দেখা দু’জন দু’জনার
অপেক্ষায় সেই স্থানটি আজও মধুময়।
তুমি দূরে আছো সে আমি জানি
তবুও একাকি নিদিষ্ট সেই স্থান
আজ তোমার স্মৃতি বয়ে বেড়ায়
কি করব বলো, সেখানে গেলেই যে
তোমার মন, তোমার শরীরের স্পর্শ খুঁজে পাই।
index
আপনার সঙ্গীর সাথে প্রিয় কিছু মুহুর্তগুলো এখানে শেয়ার করতে পারেন।
images
এভাবে প্রিয় মানুষটিকে ফুল দিয়েছেন কয়বার?
481436_312905602142619_212341665_n
আলোচনা হতে পারে প্রিয় মানুষকে দেয়ার উপহার নিয়ে।
هدیه۲
আলোচনা হতে পারে ভালোবাসার মানুষটির সঙ্গে মান অভিমান নিয়ে।
girl-3
কে কে প্রেম করে বিয়ে করেছেন নির্ভয়ে এখানে বলতে পারেন।
love_marriage_1_15615
আলোচনা হতে পারে প্রেম করে সফল হয়েছেন এবং বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
1401454569.
প্রত্যেক মানুষের জীবনে একটি মধুর রাত আসে। আর সেই রাতটির নাম ফুল শয্যার রাত। এ রাতের অপেক্ষা প্রতিটা যুবক যুবতী অধীর অপেক্ষায় থাকে। প্রত্যেক মানুষের জীবনেই বিয়ের বাসনাটি থাকে। অনেক আগে থেকেই মনেমনে পরিকল্পনা করে রাখে সে বিয়ের প্রথম রাতে তার স্ত্রী অথবা স্বামীর সাথে কেমন করে কাটাবে, তার সাথে কেমন আচরণ করবে ও কেমন মজা করবে। আসলে বিয়ের প্রথম রাত বা ফুলশয্যার রাতটি কেমন ভাবে কাটানো উচিৎ। যাদের ফুলশয্যার রাত এসেছে তারা তাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারেন। আর এখনও যাদের ফুলশয্যার রাত আসেনি তারা এ নিয়ে কি ভাবছেন তা আলোচনা করতে পারেন।
marriage-971
প্রেম করেছেন বিয়ে করতে পারেননি। প্রিয় সঙ্গীটি আপনাকে ধোকা দিয়েছে। ব্যর্থ প্রেমের আর্তনাদগুলো এখানে শেয়ার করুন। মন হালকা হবে।
are-you-failed-in-love-from-dhaka-city-guide
আলোচনা হতে পারে এমন নষ্ট ও নোংরা প্রেম নিয়ে।
mahatab007_1329329402_1-maha
আলোচনা হতে পারে পরকীয়া প্রেম নিয়ে। পরকীয়া প্রেমের ভাল মন্দ সকল দিক নিয়ে আমরা এখানে আলোচনা করব।
Porkia Prem
আ্লোচনা হতে পারে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার নৈতিবাচক দিকগুলো নিয়ে।
abhibindaslife_1280549049_1-A_Love_Sorrow
আসুন আমরা উপরের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। আলোচনার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। আজ থেকে পরবর্তী পোস্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনারা আলোচনা করতে পারবেন। যে কেউ যে কোন সময় আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন। প্রতিটা আলোচনা আড্ডা থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় বের করে নিব। সকল ব্লগাররা সবার প্রতি সম্মান রেখে কথা বলবেন। কোন অশ্লীল বা সহব্লগারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে এমন কথাবার্তা থেকে বিরত থাকবেন। যারা অবসর আছেন তারা চলে আসুন লাইভ মুক্ত আলোচনা আড্ডায়।
আজকে শুধুই বিষয় ভিত্তিক মুক্ত আলোচনা আড্ডা হবে। ভয়ের কিছু নাই, যারা আজকে মুক্ত আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন না তারা হাজিরা দিয়ে চলে যান। কালকে, পরশু বা আরো পরে আসলেও কোন সমস্যা নেই। আপনার জন্য মুক্ত আলোচনার আয়োজন সবসময় খোলা থাকবে। তো আসুন মুক্ত আলোচনা আড্ডা দিয়ে মনকে ফ্রেস করি। একে অপরকে জানি। একে অপরের মতামত তু্লে ধরি।

কোন মন্তব্য নেই: