শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

মুক্ত আলোচনা (পর্ব-০৫) আজকের বিষয়: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় গণহত্যা

আজ শুক্রবার। ছুটির দিন। যারা অবসর আছেন তারা চলে আসুন মুক্ত আলোচনার লাইভ আড্ডায়।

আজকের বিষয়: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় গণহত্যা

ইসরাইলের নৃশংস হামলায় সেখানে পড়ছে লাশের পর লাশ। পবিত্র রমযানে যখন গাজার মুসলমানদের রোযা রেখে আল্লাহর ইবাদতে মগ্ন থাকার কথা, ঠিক তখন তারা জীবন নিয়ে ছুটছেন। রোযা রাখা মানুষ মারা যাচ্ছেন ইসরাইলের গোলায়। মরছে নারী ও শিশু। বাড়িঘর মাটির সঙ্গেমিশে যাচ্ছে। জ্বলন্ত গাজায় ঝরছে প্রাণ। মরছে নিরীহ নারী-পুরুষ আর নিষ্পাপ শিশুরা। ঘরের কোণে মায়ের কোলে থাকা শিশুর প্রাণ যাচ্ছে আকাশ থেকে ফেলা বোমায়, বাবার হাত ধরে পথে নামা শিশুও মরছে একইভাবে। অনেক আদরের ছোট্ট সোনার ছোট্ট শরীরটি সাদা কাপড়ে মুড়ে মা তুলে দিচ্ছেন বাবার হাতে, দাফন করতে। কাঁদছে সবাই। কখনো-বা কাঁদার মতো কেউ থাকছে না, পরিবারের ছোট-বড় সবাই মিলে চাপা পড়ছেন বিমান হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে। এই বর্বর হত্যার প্রতিবাদে আমাদের কি করণীয় তা নিয়ে আলোচনা হতে পারে।

0,,17766097_303,00
গাজায় হামলা
0,,17767686_303,00
গাজায় বিমান হামলা
আলোচনা হতে পারে গাজার গণহত্যা নিয়ে লেখা কবিতা নিয়ে। গাজার গণহত্যা নিয়ে এই মেঘ এই রোদ্দুর এর লেখা জ্বালাময়ী কবিতাটি এখানে শেয়ার করলাম।

মানবতা আজ ভুলুণ্ঠিত……

রাস্তায় পড়ে আছে সন্তানের লাশ হায়!
বাবা মার বুক ভাঙ্গা আর্তনাদ,
রক্তের নদীতে ভাসে গাজার মাটি,
বিশ্ব মুসলিম ভাইয়েরা এক হও,
ঘুমন্ত চোখ খুলে দেখ,
মানবতা ধূলায় লুটায়।
এ কেমন বর্বরতা দেখি আঁখি মেলে
বিভৎস নরকে পরিণত ফিলিস্তিনের মাটি,
পিতার সামনে সন্তানের করুণ পরিণতি,
বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে মিলাও হাত,
গুঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও
ঝাঁপিয়ে পড়ো ইসরাইলে।
জাহান্নামের আগুনে পুড়ে মরবি
ওরে ইহুদি নাসারা,
ক্ষোভানলে জ্বলছে বিশ্ব…দেখে নিস
ধ্বংস হবি তোরা সমূলে অচিরেই,
বুলেটের সামনে যে সাহসী ফিলিস্তিনি শিশু
তার জ্বালানো আগুনেই জ্বলবি।
নোংরা হিংস্রতা তোদের ঠাঁই নিবে
ইতিহাসের পাতায়..
ইতিহাস হবে কলংকিত;
ঘৃণা ভরে স্মরিবে বিশ্বের মানুষ…
যুগে যুগে ঘৃণিত জাতি হিসেবে
বিশ্ব তোদের মুখে থুথু ছিটাবে
কিভাবে বন্ধুক করিস তাক!
অসহায় শিশুর কলিজা বরাবর
মায়ের সামনে ঝাঁঝরা করিস সন্তানের বুক
পিতার চোখে জুড়ে দিস নারকীয় স্বপ্ন;
মানুষ কেন তোদের বলব,
জ্বলে পুড়ে হবিরে তোরা খাঁক।
বাতাসে বাতাসে ভেসে বেড়ায় লাশ, সাঁই সাঁই
মন্যুষত্বের বিলাপে গাছের পাতা ঝরে অঝোরে..
সাদা কাফনে ঢাকা আকাশ কেঁদে ঝরায় নীল অশ্রু,
জেনে রাখ, ওরে অত্যাচারীর দল
আকাশ একবার ঝরালে অশ্রু…
ডুবে যাবি অতলে, মাটিতে পাবি না ঠাঁই;
বন্ধ কর নিষ্পাপ শিশু নিধন
দেখ, কাঁদছেবিশ্বমানবতা
রক্ত পিপাসুরা, আর কত রক্ত পানে হবি শান্ত,
রক্তের সমুদ্রে ডুবে যাবি তোরা নিজেই;
বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন যবে হবে অটুট..
লক্ষকোটি ব্জ্রমুষ্টির আঘাতে হবে তোদের অপমৃত্যু..
লাভ হবেনা জানালেও ফরিয়াদ করে রোদন।
ক্ষমা কর আমায়, হে মুসলিম ফিলিস্তিনবাসী..
কবিতায় মৌন প্রতিবাদ ছাড়া কিছুই করার সাধ্য নেই যে আমার;
এইটুকু পারি শুধু, বর্জন করতে ইসরাইলী পণ্য,
সাথে আহবান জানাতে পারি সকল মুসলমান ভাইদের কাছে অথবা
আল্লাহর দরবারে হাত তুলে জানাতে পারি ফরিয়াদ, হে আল্লাহ
রক্ষা কর নিষ্পাপ অবুঝ শিশু; তোমার বিচারে তাদের দাও ফাঁসি।
হেফাজত কর মাবুদ ওদের; মুক্ত করো ফিলিস্তিনের জমিন
অত্যাচারীদের বিচার কর তুমি নিজ হাতে…
চল, সবে বলি মনে মনে, এই আয়াতে কারীম,
“লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা, ইন্নি কুনতু মিনাজজোয়ালেমিন”
ইনশাআল্লাহ প্রার্থনা কবুল হবে,
শত্রু মুক্ত হবে ফিলিস্তিন… আমিন।
10401477_708765972504775_5844245455430822824_n
জ্বলছে গাজা, মরছে মানুষ

বাংলাদেশ সরকারের ও বিএনপির নিন্দা

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আরো রক্তপাত ও প্রাণহানি বন্ধে সব পক্ষকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে৷ শান্তি প্রক্রিয়া আবার শুরুর লক্ষ্যে আলোচনা শুরু করতে হবে৷ বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি ভূমি দখল বন্ধ করতে হবে৷ পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র থাকতে হবে৷”
দিকে বিএনপি’র চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘‘ফিলিস্তিনিদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ের দাবিকে ধ্বংস করার জন্যই সমস্ত হিংস্রতা দিয়ে এই সামরিক আক্রমণ চালানো হচ্ছে৷ আমি গাজা উপত্যকায় ইসরায়েলের এহেন সামরিক অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ অবিলম্বে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর অন্যায় বর্বরোচিত হামলা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি৷ ইসরায়েল যদি তার আগ্রাসী মনোভাব বরাবরের মতো অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না৷’
তিনি বলেন, ‘‘আমি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে জীবন বিনাশী ও বিধ্বংসী সামরিক অভিযান বন্ধ করতে চাপ সৃষ্টিকরে এবং ফিলিস্তিনি জনগণের জানমালের নিরাপত্তায় এগিয়ে আসে৷”
10402674_10152409626414962_292930865353339358_n
এই নিরহ শিশুদের কি অপরাধ ছিল? কি হৃদয় বিদারক দৃশ্য!

বারাক ওবামা শান্তি আহবান

গাজায় মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল৷ হামলায় এ পর্যন্ত অন্তত ৩২জন নিহত হয়েছে৷ ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতি প্রতিশোধপরায়ণ মানসিকতাছেড়ে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন বারাক ওবামা৷
aaa95acc2edc3eb2c17d375d9ef5fa7b-50
হাসপাতালে চিকিৎসারত শিশু
281aa7125c3ac3d9dbbf07249fc5e971-13
তাঁরা বাড়ি ছেড়ে ঘুমাচ্ছেন স্কুলের ভেতর। ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলার পর জাতিসংঘের এই স্কুলে আশ্রয় নিয়েছেন গাজা শহরের বাসিন্দারা।
d78ac862b8d1603d3226fa9729039531-1
ইসরায়েলের হামলায় আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এক সাংবাদিক।

আলোচনার সুবিধার্থে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গণহত্যা নিয়ে বন্ধুব্লগে প্রকাশিত কয়েকটি লেখার লিংক দিলাম।

আজকে আমাদের ক্যাম্পাসে একটা মানববন্ধন করলাম
Save Gaza Free Palestine বাংলাদেশ থেকে প্রতিবাদ করতে যুক্ত হোন
ফিলিস্তিনের মাটিতে আজিকে বইছে রক্তবান
ফিলিস্তিনে আর কত শিশু মারা গেলে জাতিসংঘ মুখ খুলবে ?
ফিলিস্তিন জ্বলছে-জ্বলছি আমি
আজ কোথায় বিশ্বমানবতা ?
এ কেমন সভ্য জাতি ?
ইতিহাস লেখা হবে তুমি বারোয়ারি বেশ্যা
কান্না হাসি
বিশ্ব মোড়লের মুখে চপেটাঘাত
শ্বেত-ভালুুকের দাপাদাপি

সর্বশেষ ১৮/০৭/২০১৪ইং তারিখে গাজায় নিহতের সংখ্যা ২৫৮ ছাড়িয়েছে

1405572491
দাফন করার জন্য লাশ নিয়ে যাওয়া হচ্ছে
আসুন আমরা উপরের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। আলোচনার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। আজ থেকে পরবর্তী পোস্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনারা আলোচনা করতে পারবেন। যে কেউ যে কোন সময় আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন। প্রতিটা আলোচনা আড্ডা থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় বের করে নিব। আলোচনা আড্ডা হবে নির্মল আনন্দের খোরাক। সকল ব্লগাররা সবার প্রতি সম্মান রেখে কথা বলবেন। কোন অশ্লীল বা সহব্লগারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে এমন কথাবার্তা থেকে বিরত থাকবেন। যারা অবসর আছেন তারা চলে আসুন লাইভ মুক্ত আলোচনা আড্ডায়।
আজকে শুধুই বিষয় ভিত্তিক মুক্ত আলোচনা আড্ডা হবে। ভয়ের কিছুনাই, যারা আজকে মুক্ত আলোচনা আড্ডায় যোগ দিতে পারবেন না তারা হাজিরা দিয়ে চলে যান। কালকে, পরশু বা আরো পরে আসলেও কোন সমস্যা নেই। আপনার জন্য মুক্ত আলোচনার আয়োজন সবসময় খোলা থাকবে।তো আসুন মুক্ত আলোচনা আড্ডা দিয়ে মনকে ফ্রেস করি। একে অপরকে জানি। একে অপরের মতামত তু্লে ধরি।
প্রিয় আলোচকবৃন্দ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৮ জুলাই থেকে এই ১১ দিনে ইসরায়েলের প্রায় একতরফা হামলায় অন্তত ২৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে সহস্রাধিক। অপরদিকে ইসরায়েল বলছে, গাজা থেকে ছোড়া রকেট হামলায় এ পর্যন্ত একজন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। এই হতাহতগুলো এতই হৃদয়বিদারক ও মর্মান্তিক যে, এই ছবিগুলো দেখলে আপনাদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দু‘চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই সব ছবিগুলো আমরা অনেকেই দেখছি। তাই এখানে এসব বিকৃত লাশের ছবি দেখানো থেকে বিরত থাকলাম।

কোন মন্তব্য নেই: