তুমি আছ সুখে,
আমি আছি দুঃখে।
তোমার দিনগুলো কাটছে
আনন্দের মাঝে।
আমার দিনগুলো কাটে,
বিষন্নতায়।
আমি আছি দুঃখে।
তোমার দিনগুলো কাটছে
আনন্দের মাঝে।
আমার দিনগুলো কাটে,
বিষন্নতায়।
আজ পহেলা ফাল্গুন বসন্তের
প্রথম দিন।‘ফুল
ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।’ কবি সুভাষ মুখোপাধ্যায়-এর প্রকৃতিকে চ্যালেঞ্জ করা অমিয় বাণীটি
ঋতুরাজকে আলিঙ্গনের আহ্বান জানায়। শীতের শেষে
প্রকৃতিতে এসেছে মধু বসন্ত। চারদিকে রঙ্গের বিচিত্র সমারোহ। দক্ষিণা বাতাসে মৃদু
হিল্লোল মনে জাগায় শিহরণ। গাছে গাছে আমের মুকুলসহ বিভিন্ন ফুল ফুটেছে। বাতাবী
লেবুর গাছে ফুল ধরেছে। কোকিল গান গাইছে। নব পল্লবে যেন বাংলার আনাচে কানাচে